প্রকাশিত: Tue, Jun 4, 2024 11:42 AM
আপডেট: Fri, May 9, 2025 7:58 AM

[১]রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলা থেকে খালাস পেলেন ইমরান খান

ইমরুল শাহেদ: [২] সোমবার ইসলামাবাদ হাইকোর্টে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলায় খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং দলের ভাইস প্রেসিডেন্ট শাহ মেহমুদ কুরেশি। সূত্র: জিওটিভি

[৩] এই মামলায় গত ৩০ জানুয়ারি ইমরান খান এবং শাহ মেহমুদ কুরেশিকে ১০ বছর কারাবাসের সাজা দিয়েছিলেন নিম্ন আদালত। পরে ওই রায় বাতিল চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন পিটিআইয়ের আইনজীবীরা।

[৪] সোমবার সেই আবেদনের ওপর শুনানি ছিল। শুনানি শেষে সংক্ষিপ্ত এক রায়ে ইমরান-কুরেশিকে মামলা থেকে মুক্তি দেন আইএসইচসির বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেবের সম্মিলিত বেঞ্চ।

[৫] এদিকে শামাটিভি জানিয়েছে, ইসলামাবাদের জেলা দায়রা জজ ইমরান খান, শাহ মাহমুদ কোরেইশী, আসাদ উমর, আলী মোহাম্মদ খান এবং মুরাদ সাঈদকে ১৪৪ ধারা ভঙ্গ ও লংমার্চে ভাঙচুর সংক্রান্ত দুইটি মামলায় অব্যাহতি দিয়েছে। 

[৬] ইমরান খান ও কোরেইশীর দায়ের করা আবেদনের বিপরীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এহতেশাম আলম তাদের অব্যাহতির অনুমোদন দেন। তাদের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছিল গোলরা পুলিশ স্টেশনে। 

 [৭] ১৪৪ ধারা লঙ্ঘনের দায়ে কোহসার ও করাচি কোম্পানি থানায় একই ধরনের মামলা থেকে ইমরান খান ও তার দলের অন্যান্য নেতাদের খালাসের পর জেলা দায়রা জজের এই রায় এল।

[৮] ৯ মের দাঙ্গার ঘটনায় করা আরও দুই মামলায় ইমরান খানকে গত মাসের ৩০ তারিখ ইসলামাবাদের একটি সেশন আদালত খালাস দেন। সম্পাদনা: ইকবাল খান